চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি আম বাগানে আমগাছ কাটার সময় আমগাছের নীচে চাপা পড়ে তহুরুল ইসলাম(৫১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের কালুপর দক্ষিনপাড়া গ্রামের সোলেমান আলী ওরফে লুটটুর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার(১৫ এপ্রিল) সকাল থেকে ৩ জন শ্রমিক শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের ১ নং ওয়াের্ডর কালুপুর গ্রামের একটি আমবাগানে আমাগাছ কাটার কাজ করছিল। সকাল ১০টার দিকে একটি গাছ তহুরুলের উপর পড়লে ঘটনাস্থলে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
দূর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম বলেন, ঘটনাস্থল দূর্লভপুর ইউনিয়নের কালুপর গ্রামের মধ্যে পড়লেও নিহত তহুরুলের বাড়ি পাশের শ্যামপুর ইউনিয়নের উত্তর কালুপর গ্রামে। গাছ কাটার সময় হটাৎ গাছ চাপা পড়ে তহুরুল নিহত হন।