আহ!
মানুষের জীবনে হৃদয় এবং মস্তিষ্কের দ্বন্দ্ব একটি স্বাভাবিক ও জটিল বাস্তবতা। হৃদয় আবেগের প্রতীক, যেখানে ভালোবাসা, মায়া-মমতা এবং অনুভূতির প্রবল উপস্থিতি। অন্যদিকে, মস্তিষ্ক যুক্তি, বাস্তবতা এবং পরিকল্পনার মূল কেন্দ্র। এই দুইয়ের দ্বন্দ্ব সাধারণত তখন ঘটে, যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, এবং সেই সিদ্ধান্তে আবেগ এবং বাস্তবতার মধ্যে ফাঁক দেখা দেয়। আর ফাঁকা শব্দের মাঝখানে আমার চাই এককাপ চা।
তার পর সব কিছুই সমাধান হবে।
এ কারাক চা এ কা মামলা হেয় ভাই!