আনমনে বলেছিলে,
আজ বৃষ্টি হবে!
বলেছিলে,
অঝোর বৃষ্টি ধারায় ভিজে যাবো তুমি আর আমি!
আমার ভ্রমর কালো চোখের পাতা ছুঁয়ে
গড়িয়ে পড়বে সেই বৃষ্টির জল!
দ্যাখো!আজ আমি কেমন বৃষ্টিস্নাত!
তারপর বলেছিলে,
বৃষ্টি ছাড়তেই ..
চারদিকে হিম কনকনে বাতাস বয়বে
তারপর মিষ্টি শীতের কাঁপন,
মোর পৃথিবী জুড়ে!
তুমি বলেছিলে,
চাইলেই ভ্রমর হতে পারি।
উড়ে উড়ে ঘুরে ঘুরে
তোমার ফুলের আঙ্গিনা জুড়ে।
বলেছিলে,পারি হতে গহীন নদীর জল!
কিংবা,
মাঝ নদীতে মাঝি বিহীন নৌকো
ছেড়া পালে মাঝি বিহীন চলবে সেই তরী!
আমি আজ তোমার চাওয়ার খুশিতে
মিশিয়ে নিয়েছি আমার সকল চাওয়া,
হৃদয়ের পরতে পরতে
বুনেছি মোর জীবনের সাতকাহন!