ভূজপুর স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজনে 'বাংলাদেশ অলিম্পিয়াড -২০২৫ -এর পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মঞ্জুরুল কিবরীয়া। সংগঠনের সভাপতি আহমেদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পশ্চিম আন্দার মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহীম। উদ্বোধক ছিলেন মার্কূরি গ্রুপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপক হাসান শামসুদ্দিন, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যাপক মো. মেহেদী হাসান, প্রধান মির্জা বখতিয়ার উদ্দিন বকুল, মোহাম্মদ শহীদুল্লাহ্, শিক্ষক মীর হাসান মোহাম্মদ মোস্তফা, মো. শফিকুল ইসলাম, মো. ইব্রাহিম কার্দী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইবরাহিম হাসান। এ সময় বক্তারা বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও মানবিক গুণসম্পন্ন বৈশ্বিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি কেন্দ্রে ভূজপুর থানার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার দশম শ্রেণির তিন শতাধিক শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।