কোম্পানীগঞ্জে শিক্ষককে বিদায় সংবর্ধনা
- ইমাম হোসেন খাঁন
-
২০২৫-০২-১০ ২০:৫৫:৫৬
- Print
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাকিমের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টার সময় আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোহাম্মদ আবদুন নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো: নুরুল আলম সিকদার।
আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক আবদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন-অর রশিদ আল হারুন (সিআইপি),কোম্পানীগঞ্জ উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা মো: শাহাজাহান,
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম,চরহাজারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নুর নবী বাবুল,চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো: আনোয়ার হোসেন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আমেরিকা প্রবাসী মোহাম্মদ শাহজাহান, চরহাজারী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো: মিজানুর রহমান মিজান, জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মো: মোরসালিন হোসাইন, আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবদুল্লাহ হাজারী,আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের সাবেক সভাপতি জাফর উল্যাহ,চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবদুর রহিম, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রহমত উল্যাহ দিদার,আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এসআই নুরুল হক,ডাক্তার নুর আহম্মদ,আবদুর রহমান ফারুক,,কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মু: ওমর ফারুক প্রমূখ।