বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

আ মি না জ মা বে গ ম না জু

  • একটা অন্তর্বর্তীকালীন সূর্য চাই
  • ২০২৫-০২-০৪ ১১:০০:২৭

একটা অন্তর্বর্তীকালীন সূর্য চাই আমি
সূর্য না হোক সূর্যের মত বিশাল অগ্নিপিন্ড।
একটা বসন্ত আসুক অন্তর্বর্তীকালীন,
জরা ঝরা মরা পাতায় প্লাবন উঠুক নব কিশলয়ের,
একটা অন্তর্বর্তীকালীন প্রলয়ের স্রোতে
ভেসে যাক- ভেঙ্গে চুরমার হোক
মানুষ খেকোর নারকীয় আয়োজন।
রক্তনহরের সিঁড়ি বেয়ে বেয়ে আকাশে উঠেছে যারা
রক্ত খেকো হায়েনার  দল--,
তাদের পোড়াতে ছাই করে দিতে
একটা অন্তর্বর্তীকালীন সূর্য চাই আমি 
সূর্য না হোক সূর্যের মত বিশাল অগ্নিপিন্ড।

 


এ জাতীয় আরো খবর