বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

চাঁপাইনবাবঞ্জের রোকনপুর সীমান্ত থেকে চার বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০২-০৩ ২২:৪৭:৩৪

চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের  ৫নং ওয়ার্ডের রোকনপুর সীমান্তের ওপারে ভারতের ভেতর থেকে চার বাংঅদেশীকে আটক করেছে বিএসএফ বলে আটকদের স্বজন,স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ জানিয়েছে। গত রবিবার(২ফেব্রæয়ারী) রাত ৯টার পর থেকে সোমবার(৩ ফেব্রæয়ারী) ভোররাতের মধ্যে একদল বাংলাদেশী গরু আনতে ভারতে প্রবশের পর ঘটনাটি ঘটে বলে সূত্রগুলো জানিয়েছে। আটকরা হলেন- রোকনপুর গ্রামের মো.মহবুলের ছেলে মো.মুকুল(২৮),রোকনপুর পশ্চিমপাড়া গ্রামের মো. মোশারফের ছেলে আব্দুল আলিম, ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাগরইল গ্রামের মো. ইসহাকের ছেলে দুরুল হোদা(৩০) ও একই ওয়ার্ডের দামইল গ্রামের মো.মতির ছেলে মো. বাবু (৩০)।
সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ৫ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, রবিবার রাত ৯টার দিকে আটকরা গরু আনতে ভারত যান বলে শোনা গেছে। তবে সোমবার  দুপুরে স্থানীয় বিভিন্ন সূত্রে  ও আটকদের অভিভাবকদেও মারফৎ তাঁরা ঘটনাটি জেনেছেন।  ইউপি চেয়ারম্যান বলেন, তিনি জানার পর বিজিবি’র রোকনপুর কোম্পানী কমান্ডারের সাথে যোগাযোগ করলে  বিজিবি ঘটনা জানে না বলে জানায়। ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, বারবার নিষেধ করা সত্বেও লোভে পড়ে বাংলাদেশীরা সীমান্ত পেরিয়ে বিপদ ডেকে আনছেন। বিজিবি বা পুলিশের সাথে তাঁর কোন যোগাযোগ হয়নি বলেও জানান ইউপি সদস্য। চেয়ারম্যান ও ইউপি সদস্য ঘটনার বিস্তারিত খোঁজ নিচ্ছেন বলেও জানান।
আটক মুকুলের শ্মশুড় আনারুল ইসলাম ও  আলিমের পিতা  মোশারফ হোসেন  স্বীকার করেছেন যে, রবিবার রাত ৯টার দিকে  গরু চোরাচালানে জড়িত আটকরা ভারতের  ভেতরে ঢুকে।  কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে তারা ভারতে গরু আনতে গিয়ে বিএসএফ’র হাতে আটক হন। সোমভার ভোরে আটকের ঘটনাটি জানা যায়। তারা বলেন, রোকনপুর গ্রামের মৃত মোস্তাফার ছেলে জুয়েল কালু (২২) নামে অপর একজনকেও বিএসএফ  একই সাথে আটক করেছিল। তবে তাকে ছেড়ে দিয়েছে।  সোমবার বিকাল ৫টায় মোশারফ হোসেন বলেন, তিনি সহ আটকদের স্বজনরা রোকনপুর বিওপিতে অবস্থান করছেন। বিজিবি তাঁদেও জানিয়েছে, তারা ঘটনা জানে না। বিএসএফ’র সাথে তাদের এখনও কোন যোগাযোগ হয় নি।
গোমস্তাপুর থানার সংশ্লিস্ট ্্ইউনিয়নের বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবু সাব্বির রাবু বলেন, সোমবার ভোররাত পৌনে চারটার দিকে  আটকের ঘটনার পর পুলিশ ভোরে জানতে পারে।  আটকরা বিএসএফ ক্যাম্পে রয়েছেন বলে জানা গেছে। বিকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত করছে পুলিশ। আটকরা গরু চোরাকারবারী বলে  জানা গেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা সাব্বির।
এদিকে ঘটনার ব্যাপারে  দায়িত্বশীল নওগাঁ ১৬’বিজিবি অধিনায়ক,উপ-অধিনায়ক,রোকনপুর ক্যাম্প কমান্ডার বা দায়িত্বশীল কোন কর্মকর্তার সাথে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মুঠোফোনে  বারবার চেষ্টা করেও বিস্তারিত জানা সম্ভব হয় নি।  অধিনায়ক লে.কর্নেল সাদিকুর রহমান এ ব্যাপারে  কোন মন্তব্য করেন নি।


এ জাতীয় আরো খবর