বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

কুয়েটে “একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট সেন্টার” এর শুভ উদ্বোধন

  • শাহেদুজ্জামান শেখ
  • ২০২৫-০১-৩০ ২৩:১৪:১৭

৩০ জানুয়ারি, ২০২৫ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) “একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট সেন্টার (এএএসডিসি)” এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর ব্লক-এ এর “অঅঝউঈ-৫০১” কক্ষে “একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট সেন্টার” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা। ভাইস-চ্যান্সেলর এ সময় প্রধান অতিথির বক্তৃতায় বলেন “এ ধরনের স্কিল ডেভলপমেন্ট সেন্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও বেশি যুগোপযোগী করবে এবং শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন “একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট সেন্টার”-এর পরিচালক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধানগণ, শাখা প্রধানগণ, প্রভোস্টগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রীবৃন্দ সেন্টার¬¬¬¬টি ঘুরে দেখেন।
 

 


এ জাতীয় আরো খবর