জোছনা প্লাবিত রাতে ওই দেখা যায়
কবির বসত বাড়ি,
চালা নেই, বৃষ্টি ঝরে ঘরে অকাতরে
লক্ষ্মী গেছে ছাড়ি।
কবি জেগে থাকে সূর্য ওঠা ভোরে
সাথে জাগে কবিতা,
রাতজাগা পাখি সুরে সুরে বলে
আমিও আছি মধুমিতা।
লজ্জায় রাঙা কবিতার অধর,
ভোরের আলোয় ভরে গেছে ঘর।
কবিতা খোঁজে পালাবার পথখানি
রহস্যময় হাসি ফোটে কবির মুখে,
শব্দের খেলায় তাই মেতেছিল সুখে।
কবিতা দিয়েছে ধরা
নিঝুম রাতে শোনে কবি গভীর আশার বাণী।