বলতে তো চাই হয়নি তবু বলা
বুঝি না তার কেমন ছলাকলা
গোপন কথা থাক না তবে গোপন
চলতে থাকুক এমনি পথচলা।
মেঘে মেঘে যাক না বয়ে বেলা
সইবো না আর কারো অবহেলা
নতুন আলোর ঝলকানি যাক থেমে
ধরণী কী শুধুই রঙের মেলা !
ফুলগুলো তো অকারণেই ফোটে
ঝরে পড়ার কারণ কী নেই মোটে !
কেন লুটায় ধরার বুকে এসে
কেন বা সে নদীর পানে ছোটে !
সব কথা কি সবাই বলতে পারে
ওই যে দেখো শালিক নদীর পাড়ে
তার ঠোঁটে আর কী যে কথা আছে
জানতে গেলে লুকাবে সে আড়ে।
কিছু কথা রইলো তবে বাকি
দুনিয়া তো শুভঙ্করের ফাঁকি
এই আমি আর কিইবা এমন বিশেষ
তারও আবার কথা থাকে নাকি !