শনিবার, জানুয়ারী ১৮, ২০২৫

সিলেটে আজ বাংলাদেশ আয়ারল্যান্ড নারী দলের প্রথম টি-টোয়েন্টি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১২-০৫ ০৯:২৭:৩৯

আয়ারল্যান্ড নারী দল সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায় আজ দুপুর ২ টায় বাংলাদেশের মুখোমুখি হবে। ওয়ানডে সিরিজের আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসে টগবগ করছে টাইগ্রেসরা। ওয়ানডে সিরিজের সাফল্যধারা টি- টোয়েন্টিতেও ধরে রাখতে চায় নিগার সুলতানার দল। 
এরআগে গতকাল বুধবার সিলেটের একটি চা বাগানে অভিনব কায়দায় উন্মোচন করা হয় দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা এবং আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসকে সাজানো হয় চা শ্রমিকের বেশে। সেই চা শ্রমিকের বেশেই অফিশিয়াল ফটোশ্যুট করেছেন তারা। 
অন্যদিকে, ওয়ানডে সিরিজের প্রতিশোধ নিতে মরিয়া আয়রিশরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর ২ টায়। দুই দল এখন পর্যন্ত টি-টোয়েন্ট ক্রিকেটে ১১ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে ৩ জয় আয়রিশদের।


এ জাতীয় আরো খবর