সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

খুশকি থেকে মুক্তি: ঘরোয়া ৭টি পরীক্ষিত উপায় জানুন এখনই!

  • সকালের আলো ডেস্ক:
  • ২০২৫-০৭-২৮ ১৬:২২:০৬
ফাইল ছবি

খুশকি শুধু মাথার ত্বকের একটি সাধারণ সমস্যা নয়, বরং অনেকের জন্য বিব্রতকরও। শুষ্ক আবহাওয়া, দূষণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও স্ট্রেস-সব মিলিয়ে এই সমস্যা আরও বেড়ে যায়। চিকিৎসকেরা বলছেন, কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলেই সহজে খুশকির দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

ঘরোয়া ৭টি পরীক্ষিত উপায়ঃ
১. নারিকেল তেল ও লেবুর রস
নারিকেল তেলে অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, আর লেবুর রসে খুশকি সৃষ্টিকারী ছত্রাক নষ্ট করার ক্ষমতা।
-২ চামচ নারিকেল তেলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে মালিশ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২. অ্যালোভেরা জেল
অ্যালোভেরা মাথার ত্বক ঠান্ডা রাখে এবং খুশকি কমায়।
-শ্যাম্পুর আগে ২০ মিনিট অ্যালোভেরা জেল লাগান।

৩. টি ট্রি অয়েল
এতে শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে।
- শ্যাম্পুতে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করুন।

৪. মেথি বীজের পেস্ট
মেথি খুশকি প্রতিরোধে কার্যকর।
-মেথি ভিজিয়ে পেস্ট বানিয়ে মাথায় লাগান এবং আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

৫. আপেল সিডার ভিনেগার
এটি মাথার ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষা করে।
-পানির সঙ্গে সমান পরিমাণ ভিনেগার মিশিয়ে চুল ধোয়ার পর লাগান।

৬. দইয়ের হেয়ার মাস্ক
দইয়ে থাকা প্রোবায়োটিক মাথার ত্বকে খুশকির ছত্রাক কমায়।
-চুলে দই লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৭. লবঙ্গ তেলের ব্যবহার
লবঙ্গ তেলে অ্যান্টিসেপটিক গুণ রয়েছে।
-হালকা নারিকেল তেলে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে মাথায় লাগান।

খুশকি প্রতিরোধে করণীয়ঃ
সপ্তাহে ২–৩ বার চুল ধুতে হবে,
রাসায়নিকযুক্ত শ্যাম্পুর ব্যবহার কমাতে হবে,
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে,
স্ট্রেস কমাতে হবে।
চুলের সঠিক যত্ন নিলে খুশকি আর সমস্যাই নয়।

কীওয়ার্ডস:
খুশকিমুক্তি HairCareTips ঘরোয়াউপায় AntiDandruff NaturalHairCare


এ জাতীয় আরো খবর