আজ ১১ ই আগস্ট২০২৩ সকাল ১১টায়,জাতীয় জাদুঘর প্রাঙ্গণে শোক হোক শক্তিতে, শোক হোক জাগরণে, এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে সুস্থ চলচ্চিত্র বিকাশ ও নাগরিক সুস্বাস্থ্য, পরিবেশ রক্ষা সচেতনতা অব্যাহত রাখার দাবীতে "১৯৭১ সেইসব দিন" হৃদি হক এর চলচ্চিত্র মুক্তি উপলক্ষ্য শিল্পী,কলাকৌশলী সমন্বয়ে বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট আয়োজনে ৬৪জেলার সাইক্লিস্টদের নিয়ে সাইকেল সচেতনতা যাত্রা অনুষ্ঠিত হয়।এ যাত্রায় নেতৃত্বে ছিলেন, ট্যুরিস্ট সাইক্লিস্ট এর প্রধান সমন্বয়কারী, মো:আমিনুল ইসলাম টুববুস। তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দেশ বরণ্য নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের শিল্পী কলাকৌশলীরা বিশেষভাবে উপস্থিত ছিলেন, চিত্রনায়ক, ফেরদৌস আহমেদ, অভিনেত্রী সানজিদা প্রিতি, লিটু আনাম, সাজু খাদেম,ও চলচ্চিত্র পরিচালক হৃদি হক সহ প্রমুখ।