শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

এ কোন প্রতিবাদ?

  • ফারজানা হাফিজ মুভি
  • ২০২৫-০৪-০৮ ১৬:২৭:৪৩
ছবি সংগৃহিত

গত কয়েক দিন ধরে সোশাল মিডিয়া জুড়ে ফিলিস্তিনের জন্য মানুষের আবেগ, কান্না, প্রতিবাদ—সবই দেখছি। মনে হচ্ছিল, আমরা এখনো মানুষ হয়ে বেঁচে আছি। মনে হচ্ছিল, এই জাতি হয়তো এখনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জানে।
কিন্তু গতকাল যা দেখলাম, তা দেখে বুকটা হাহাকার করে উঠেছে। প্রতিবাদের নামে রাস্তায় নামা কিছু লোক যা করেছে, তা কোনোভাবেই একটি সচেতন, মানবিক জাতির কাজ হতে পারে না। লাঠি, পাথর, ভাঙচুর, লুটপাট—এ কোন প্রতিবাদ?
তাদের দেখলে মনে হয়, এদের যদি সত্যিই ফিলিস্তিনে পাঠানো হয়, তাহলে ওরা আগে দেখে নেবে কোথায় কি দামি জিনিস আছে, কোন দোকানে লুট চালানো যাবে, কার ঘর ভাঙা যায়। গাজায় গিয়ে যুদ্ধ করবে তো দূরের কথা, ওরা সেখানে গিয়েও বিশৃঙ্খলা ছড়াবে।

আমরা কেন এমন হচ্ছি?
আমাদের প্রতিবাদ কেন এত হিংস্র, এত অশান্তিপূর্ণ?
একটা জাতি যদি প্রতিবাদের ভাষাটাই শিখতে না পারে, তবে সে জাতি কীভাবে আরেকটি জাতির পাশে দাঁড়াবে?
গাজার মানুষের পাশে দাঁড়াতে চাইলে আগে আমাদের নিজেদের মানুষ হওয়া শিখতে হবে। যারা মানবতার নামে নিজের দেশের ক্ষতি করে, তারা ফিলিস্তিনের পাশে নয়, বরং তারাও এক ধরনের বিপদ।
আসুন, প্রতিবাদ করি… কিন্তু তা যেন হয় মানবিক, সংবেদনশীল ও গঠনমূলক।
ফিলিস্তিনের জন্য নয় শুধু, আমাদের নিজেদের জন্যও।


এ জাতীয় আরো খবর