ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালেয়র (কুয়েট) ইলেকট্রিক্যাল সাবস্টেশন ইনচার্জ (কর্মকর্তা) রবিউল ইসলাম রাজু (৪২)কে কুপিয়ে জখম করেছে। কুয়েটের ইলেকট্রিক্যাল মালামাল এর বিষয়কে কেন্দ্র করে রাত ৮ টায় গভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের পাশে মানিক কোচিং এর সামনে দুর্বৃত্তকারীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে মাথায় আঘাত করে বলে জানান ভুক্তভোগি রাজু। এসময় তার মাথা কেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয় । এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানিয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।