রবিবার, মার্চ ১৬, ২০২৫

তা হ মি না চৌ ধু রী

  • আজকাল
  • ২০২৫-০২-১৫ ০০:২৫:৪৪

আজকাল খুব ব্যস্ত থাকি
দু'নয়নে স্বপ্ন আঁকি
স্বপ্নরা সব নেয় যে আড়ি
চোখের ঘুম নেয় যে কাড়ি

ব্যস্ততাতে দিন কেটে যায়
ভাবনারা সব পথ যে হারায়
পথে পথে খুঁজে বেড়াই
ভাবনাগুলো কোথায় যে পাই

ব্যস্ততারই ক্ষনিক মাঝে 
চিন্তাগুলো আসে না কাজে
ক্ষণে ক্ষণে বদলে রূপ 
আমায় রাখে আরো চুপ

সত্যি খুব ব্যস্ত আছি
ভাবনা,চিন্তা নেই  কাছাকাছি 
স্বপ্নরা সব আছে দূরে
ভগ্ন হৃদয় খাচ্ছে খুড়ে

আবেগরা সব যায় পালিয়ে
ব্যস্ততারই ডিংগি নায়ে
তাই যে সকল শব্দগুলো
করে আমায় এলো মেলো

আসে না আর ছন্দ কাছে
শব্দগুলো ডাকে পাছে
সব হারিয়ে ডাঙা হৃদয়
লিখতে এখন পায় শুধু  ভয়
আজকাল খুব ব্যস্ত থাকি
লেখার জন্য হয় না সময় ।।


এ জাতীয় আরো খবর