সোমবার, মার্চ ১৭, ২০২৫

ভিন্নধারার এক কন্ঠশিল্পী নীলুফার ইয়াসমিন

  • মেসবা খান
  • ২০২৫-০২-১৪ ০০:১০:৪১

নীলুফার ইয়াসমিন এদেশের সঙ্গীত জগতের ভিন্নধারার একজন কণ্ঠশিল্পী।
সময়ের গড্ডালিকা প্রবাহে সৃজনশীল বাংলা গান যখন ভেসে যাচ্ছিল সেই ক্রান্তিকালে গুটিকয়েক যে শিল্পীবৃন্দ ভালবাসা দিয়ে উজ্জীবিত করেছেন বাংলা গানের ভূবনকে, শিল্পী নীলুফার ইয়াসমিন নিঃসন্দেহে তাঁদের অন্যতম একজন।
একজন একনিষ্ঠ জাত শিল্পী বলতে যা বোঝায় তিনি ছিলেন তাই। প্রখ্যাত গীতিকার সুরকার অভিনেতা খান আতাউর রহমানের সাথে তিনি ১৯৬৯ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। সঙ্গীতশিল্পী ও অভিনেতা আগুন এই দম্পতিরই সন্তান।
নীলুফার ইয়াসমিন মূলত: নজরুলসঙ্গীত শিল্পী হিসেবেই বেশি পরিচিত ছিলেন।
জন্ম ১৯৪৮ সালের ১৩ ফেব্রুয়ারি কলকাতার ১৩০, পার্ক ষ্ট্রীটে।
পিতা লুৎফর রহমান ও মাতার নাম মৌলুদা খাতুন। পৈতৃক বাড়ি খুলনা সাতক্ষীরার মুকুন্দপুর গ্রামে। পিতা ছিলেন অবিভক্ত বাংলার একজন সিভিল সার্ভিস অফিসার।
নীলুফার ইয়াসমিনের অন্যান্য বোনেরা হলেন ফৌজিয়া খান, ফরিদা ইয়াসমিন, নাজমা ইয়াসমিন ও গানের পাখি জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। তাঁদের কোনো ভাই নেই। তিনি বহু চলচ্চিত্রে কন্ঠদান করেছেন।
তাঁর উল্লেখযোগ্য গানগুলো হলো - এক বরষার বৃষ্টিতে ভিজে, এ আঁধার কখনো যাবেনা মুছে, এত সুখ সইবো কেমন করে প্রভৃতি।
নজরুল সঙ্গীতে অবদান রাখায় সম্প্রতি শিল্পী নীলুফার ইয়াসমিনকে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক নজরুল পুরস্কার/২০২৩ (মরণোত্তর) এ ভূষিত করা হয়েছে।
১০ মার্চ ২০০৩ সালে তিনি মৃত্যুবরণ করেন। শ্রদ্ধাঞ্জলি।

 


এ জাতীয় আরো খবর