সোমবার, মার্চ ১৭, ২০২৫

শুভ জন্মদিন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার

  • মেসবা খান
  • ২০২৫-০২-১০ ২১:২৫:৪২
আহমেদ ইকবাল হায়দার চট্টগ্রামের নাটক ও অন্যান্য সাংস্কৃতিক অঙ্গনের নিরলস শ্রমিক এবং নাট্য নির্দেশক। ২০১২ সাল পর্যন্ত তিনি মোট ৫৬টি নাটক পরিচালনা করেছেন। বর্তমানে তিনি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের আর্টিস্টিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নাট্যজগতে অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২১ সালে তিনি শিল্পকলায় একুশে পদক লাভ করেন। জন্ম ১০ ফেব্রুয়ারি ১৯৬০ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদণ্ডী গ্রামে। পড়াশোনা করেছেন চট্টগ্রাম মুসলিম হাই স্কুল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তাঁর পিতা কায়কোবাদ আহমেদ ও মাতা জেবুন্নেছা বেগম। ছয় ভাই ও এক বোনের মধ্যে তিনি চতুর্থ। আবদুল করিম সাহিত্যবিশারদ ও ড. আহমদ শরীফ আহমেদ ইকবাল হায়দারের নিকটাত্মীয়। ১৯৭৫ সালে তাঁর নাট্য জীবনে আত্মপ্রকাশ ঘটে। চট্টগ্রামের ‘তির্যক’ নাট্যদলের দলপ্রধান তিনি। জনাব হায়দার আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক এবং তিনি ৩১, ৩২ ও ৩৩তম আইটিআই ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য নাটক সমুহ - রক্তকরবী, রাজা, সোয়াত, মধুমালা, আততায়ী, স্মৃতি: ৭১, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, ওয়েডিপাস, ডাকঘর, বিসর্জন, রথযাত্রা, জঁ-পল সার্ত্রের দ্বার রুদ্ধ, উইলিয়াম শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস, সৈয়দ ওয়ালীউল্লাহর তরঙ্গভঙ্গ প্রভৃতি। নাটকে বিশেষ অবদান রাখায় ২০২১ সালে তিনি একুশে পদকে ভূষিত হয়েছেন। ফেসবুক পরিবারের পক্ষে তাঁর জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে। -

এ জাতীয় আরো খবর