সোমবার, মার্চ ১৭, ২০২৫

অভিনন্দন অভিনেত্রি মডেল সানজিদা হিমু

  • মেসবা খান
  • ২০২৫-০২-১০ ২১:০৫:১০
'সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ' - আদি এই প্রবচনটির মর্মার্থ স্বার্থক রূপায়নের মাধ্যমে গোলাম মুক্তাদিরের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'দেনাপাওনা' এর অনুসরণে একই শিরোনামে নির্মিত দীপ্ত টিভিতে প্রচারিত 'দেনাপাওনা' নাটকের তনিমা চরিত্রে অভিনেত্রি হিমু অনবদ্য অভিনয় করে তা প্রমাণ করে দেখিয়েছেন। যে তনিমা একসময় হিংসা ঈর্ষাকে আদর্শ মেনে সামনে এগিয়ে যাবার স্বপ্নে বিভোর ছিল, বাস্তবের নিষ্ঠুর কষাঘাতে পরাজিত হয়ে সেই তনিমাই একসময় আশ্রয় পায় সত্যের ছায়াঘেরা সততার শীতল ছায়ায় নাটকটির কেন্দ্রীয় নারী চরিত্র আত্মত্যাগী, ধৈর্যশীল, আত্মপ্রত্যয়ী ও সর্বংসহা পারমিতার পাহাড়সম ব্যক্তিত্বের কাছে। জয় হয় সত্যের আর মিথ্যা চিরতরে নিক্ষিপ্ত হয় আস্তাকুঁড়ে। বলছি এই সময়ের অত্যন্ত সম্ভাবনাময়ী ও নন্দিত এক অভিনেত্রি সানজিদা হিমুর কথা। তাঁর ডাক নাম হিমাবতী। প্রাণ আরএফএল এর বিজ্ঞাপনের মধ্য দিয়ে আলোছায়ার জগতে প্রথম অভিষেক ঘটে তাঁর। এরপর ফ্রেশ এলপি গ্যাসের বিজ্ঞাপন। সাড়া পড়ে গেল মিডিয়ায়। চারদিকে এখন হিমুর জয়জয়কার। এগিয়ে চলেছেন তিনি ক্রমাগত। জন্ম ১০ ফেব্রুয়ারি কুমিল্লার এক সুশিক্ষিত ও সংস্কৃতিমনা পরিবারে। পড়াশোনা করেছেন তিনি কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় এবং ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে। প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সানজিদা হিমু জড়িত আছেন প্রাচ্যনাট্যর সাথে অভিনয় ও ডিজাইন বিষয় নিয়ে। রোমাঞ্চকর অনুভূতি, রহস্য এবং এক অনন্য গল্পের উন্মোচনে এআরকে ফিল্মস প্রয়োজিত 'আত্মভ্রমন' এ হিমুর চমৎকার অভিনয় স্মরণে রাখার মতো। সরল জীবন যাপনে অভ্যস্ত দৃঢ়চেতা হিমু সচরাচর নিয়ম ভাঙতে না চাইলেও প্রয়োজনে কখনও কখনও তার ব্যত্যয় ঘটে বৈকি! হীমাবতী' শব্দের আক্ষরিক অর্থ যদি সাফল্য বা বিজয়ী হয়ে থাকে তবে তাঁর নামকরণ যথার্থই সার্থক হয়েছে বলা চলে। কারণ আগামির সফলতা যে তাকে ফিসফিস করে হাতছানি দিয়ে ডাকছে!! আলোছায়ার এই অমসৃণ ও পিচ্ছিল পথে সানজিদার পথচলা হোক দৃঢ় প্রত্যয়ের সাথে ধীরগতিতে। আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা -

এ জাতীয় আরো খবর