বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

সিরিজে টিকে রইল ইংল্যান্ড

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০১-২৯ ০৯:১৭:১৮

রাজকোটে মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টিতে ২৬ রানে জিতেছে ইংল্যান্ড। ১৭২ রানের লক্ষ্য দিয়ে ভারতকে ১৪৬ রানে থামিয়ে দিয়েছে তারা।এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে টিকে থাকল তারা।
পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুটিতে কলকাতা ও চেন্নাইয়ে জিতেছিল স্বাগতিকরা।
ম্যাচসেরার পুরষ্কার নেওয়ার সময় একটু মন খারাপ হতেই পারে বরুণ চক্রবর্তীর।টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট শিকারের পরও কয়জনের পরাজিত হয়ে মাঠ ছাড়তে।রাজকোটে এই অফ স্পিনারে ঘূর্ণিতে ফের নাস্তানাবুদ হওয়ার আগে ও পরে বাকি বোলারদের উপর চড়াও হয়ে অবশ্য লড়াইয়ের পুঁজি পেয়ে যায় ইংল্যান্ড। পরে বোলাদের কল্যাণে পেয়ে যায় দারুণ এক জয়।
টস হেরে ব্যাট করতে নেমে বেন ডাকেট ও লিয়াম লিভিংস্টোনের নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রানের পুঁজি পেয়েছিল ইংল্যান্ড। ডাকেট ২৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন। ২৪ বলে ৫ ছক্কা ও ১ চারে ৪৩ রান করেন লিভিংস্টোন। এছাড়া ২২ বলে ২৪ রান আসে জস বাটলারের ব্যাট থেকে। তবে শেষ উইকেটে গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখেন আদিল ও মার্ক উড।
১৭.১ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান করা দলকে এ দুই বোলার পৌঁছে দেন ১৭১ রানে। দুজনেই সমান ১০ রানের ব্যক্তিগত ইনিংসে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে ২৪ রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট নেন বরুণ চক্রবর্তী।
রান তাড়ায় ভারতকে পথ দেখাতে পারেননি কেউ। কারো ব্যাট থেকে আসেনি বড় ইনিংস। সাঞ্জু স্যামসন,তিলক ভার্মা,সূর্যকুমার যাদব সবাই ছিলেন ব্যর্থ।
জেমি ওভারটন ও আদিল রাশিদের চমৎকার বোলিংয়ে দারুণ জয় পেয়েছে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ২০ ওভারে ১৭১/৯ (ডাকেট ৫১, লিভিংস্টোন ৪৩, বাটলার ২৪, রশিদ ১০*, উড ১০*; বরুণ ৫/২৪, পান্ডিয়া ২/৩৩, অক্ষর ১/১৯, বিষ্ণই ১/৪৬)।
ভারত: ২০ ওভারে ১৪৫/৯ (পান্ডিয়া ৪০, অভিষেক ২৪, তিলক ১৮, অক্ষর ১৫, সূর্যকুমার ১৪; ওভারটন ৩/২৪, কার্স ২/২৮, আর্চার ২/৩৩, রশিদ ১/১৫, উড ১/২৯)।
ফল: ইংল্যান্ড ২৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: বরুণ চক্রবর্তী (ভারত)।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ভারত ২–১ ব্যবধানে এগিয়ে।


এ জাতীয় আরো খবর