ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নব দিগন্ত ফাউন্ডেশন এর কার্যকরী কমিটি ও সদস্যবৃন্দরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর সাথে সন্ধায় শিরোমনিতে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। নব দিগন্ত ফাউন্ডেশন এর আহবায়ক শামসুদ্দোহা জামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতির বিকাশ ও নৈতিকভাবে যুব সমাজকে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন এবং নব দিগন্ত ফাউন্ডেশনের আগামী দিনের পথচলায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির খুলনা জেলার সহকারী সেক্রেটারি মুন্সী মাইনুল ইসলাম, মোঃ আশরাফুল আলম,নব দিগন্ত ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল ইমরান, যুগ্ম আহবায়ক শেখ রমজান আলী , যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম, টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ ফয়সাল আহমেদ,সদস্য সচিব মুরসালিন হোসেন, মোস্তফা কামাল, সোহেল, রিয়াদ, সবুজ, নাজমুস সাদাত, জোবায়ের ,মাহাদী প্রমুখ ।