সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

সাতক্ষীরায় নানা আয়াজন জাতীয় মৎস্য সপ্তাহ'র উদ্বাধন

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৪-০৮-০১ ০৩:৫২:৫৫
সাতক্ষীরা ঃ "ভরবা মাছ মাদর দশ,গড়বা স্মার্ট বাংলাদশ ” এই প্রতিপাদ্যক সামন রখ র‌্যালি, আলাচনা সভা, পানা অবমুক্তকরণ ও পুর¯ার বিতরণর মধ্য দিয় সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বাধন হয়ছ। জলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার আয়াজন বুধবার বলা ১১টায় কালক্টরট চত্বর প্রধান অতিথি হিসব উপ¯িত থক বলুন ও ফস্টুন উড়িয় জাতীয় মৎস্য সপ্তাহ'র উদ্বাধন করন, সাতক্ষীরা সদর আসনর সংসদ সদস্য মা. আশরাফুজ্জামান আশু। এরপর সখান থক একটি র‌্যালি বর হয় শহরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শষ জলা প্রশাসকর সম্মলন কক্ষ আলাচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরার জলা প্রশাসক মাহাম্মদ হুমায়ুন কবিরর সভাপতিত্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখন, সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু। অনুষ্ঠানর শুরুত স্বাগত বক্তব্য রাখন, জলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান। বিশষ অতিথির হিসব বক্তব্য রাখন, সাবক মৎস্য প্রতিম¿ী ডা. আফতাবুজ্জামান, অতিরিক্ত জলা প্রশাসক (সার্বিক) সরায়ার হাসন, সদর উপজলা পরিষদর চয়ারম্যান মশিউর রহমান বাবু, জলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল প্রমুখ। প্রধান অতিথি এসময় বলন, প্রধানম¿ী মৎস্য সক্টরক একটি আধুনিক সক্টর হিসব ঘাষণা করছন। তার নির্দশনা অনুযায়ী কাজ করা হছ। তিনি আরা বলন, জলার বশিরভাগ ¯øুইচ গট নষ্ট হয় আছ। এগুলা সং¯ার করত হব। খালগুলা খন করত হব। জনগনর স্বার্থ মাছ চাষিদর সকল সমস্যা সমাধান করত হব। পরিকল্পিতভাব মাছ চাষ করত হব। অপরিকল্পিতভাব মাছ চাষ করল চাষিরা ক্ষতিগ্রস্ত হব। আলাচনা সভা শষ মৎস্য চাষ বিশষ অবদান রাখায় জলার ৪ জন মৎস্য চাষী ও ১ জন রপ্তানিকারকর মাঝ ক্রস্ট ও সনদ পত্র বিতরণ করা হয়। পর জলা প্রশাসকর বাংলার পুকুর মৎস্য পানা অবমুক্ত করা হয়।

এ জাতীয় আরো খবর