রবিবার, মার্চ ১৬, ২০২৫

যুব দিবস উপলক্ষে ওব্যাট থিংক ট্যাংক গিলাতলা উদ্যোগে "মাদককে না বলুন, সুন্দর ও সভ্য সমাজ গড়ুন" শীর্ষক

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-০৮-১২ ১১:১৭:১৯
আটরা গিলাতলা প্রতিনিধি ঃ আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন‌‌ গিলাতলা উদ্যোগে "মাদককে না বলুন, সুন্দর ও সভ্য সমাজ গড়ুন" শীর্ষক নাটিকার আয়োজন করে।নাটিকার মাধ্যমে ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন‌‌ গিলাতলা টিম মাদকের ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করেন। আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহাসিন বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানার ওসি তদন্ত পলাশ দ্বীপ। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানার এ এস আই মনির হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও গিলাতলা যুব সংঘের সভাপতি সাইফুল্লাহ তারেক, দৈনিক খুলনা খানজাহান আলী থানা প্রতিনিধি সাংবাদিক মোঃ মামুন মোল্লা, মিসেস হুমায়ূন কবির। ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন‌‌ গিলাতলার শান্ত হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন হোসেন আলী , রাসেল আহমেদ, ইসমাইল হোসেন, সুজন হোসেন, সামির আহমেদ, রনি হোসেন ,মিম্মা, নওশীন সহ ওব্যাট টিউটোরিং সেন্টারের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো খবর