রবিবার, মার্চ ১৬, ২০২৫

আপনি জানেন কি!!

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১১ ১২:০২:২৪

বিদ্যুৎ উপকেন্দ্রের এই নিয়মখানা আন্তর্জাতিকভাবে প্রচলন করে IEEE (Institute of Electrical and Electronics Engineers).
এটি নিয়ে অনেক মিথ আছে যে ৫০ কেজি ভরের কম মানুষ এখানে প্রবেশ করলে বিদ্যুৎ তাকে নাকি নিজের দিকে টানবে।আসলে বিদ্যুৎ কখনো এমনটা করেনা।তবে হাই ভোল্টেজ এর জন্য ক্যাপাসিটিভ ডিসচার্জ হতে পারে।কারন মানবদেহ মাংশল ও ফাপা।ফলে এটি ক্যাপাসিটর এর ন্যায় কাজ করে।

এবার আসি মুল কথায়
IEEE এর গবেষনা মতে, একজন ৫০ কেজির কম ওজন বিশিষ্ট ব্যক্তি উচ্চ ভোল্টেজে অবস্থান করলে তার ক্যাপাসিটিভ ডিসচার্জ বডি কারেন্ট ১১৬ মিলি এম্পিয়ার হয়ে থাকে আর এটি ৩ সেকেন্ডেই তার দেহে প্রভাববিস্তার শুরু করতে সক্ষম। তাই এই পরিমাণ কারেন্ট তার জন্য বেশ প্রাণঘাতী হতে পারে। মূলত এই কারণেই ৫০ কেজির কম ব্যক্তিদের সাবস্টেশনে প্রবেশ নিষেধ।সূত্র-IEEE 


এ জাতীয় আরো খবর