সিরিয়ায় পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দিলো আমিরাত
সোমবার গভীর রাতে এক বিবৃতিতে সিরিয়ায় পুনরায় ফ্লাইট চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ) ফ্লাইট চালুর ঘোষণা দেয়।
বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত এবং সিরিয়ান আরব প্রজাতন্ত্রের মধ্যে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে জিসিএএ। দুই দেশের মধ্যে বিমান ফ্লাইট চালু করার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে যৌথভাবে কাজ চলছে।
দুই দেশের মধ্যে যাতে বিমান চলাচল বৃদ্ধি পায় এবং যাত্রী-পণ্য পরিবহণে সহায়তা করা যায় সেই বিষয়ে জোর দেওয়া হচ্ছে।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদের সরকারের পতন হলে দেশটির সঙ্গে সব ধরণের ফ্লাইট বন্ধ করে দেয় সংযুক্ত আরব আমিরাত। রবিবার সিরিয়ার নেতা আহমেদ আল শারা ও আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের পরপর ফ্লাইট চালুর ঘোষণা আসলো।
ওই বৈঠকে সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন আমিরাত প্রেসিডেন্ট।
এই ক্রান্তিকালীন সময়ে সিরিয়ার মানুষকে সহায়তা এবং দেশ পুনর্গঠনে আমিরাতের প্রতিশ্রুতির ওপর জোর দেন।কা,ক