এস এম হেদায়েত ছিলেন একজন খ্যাতিমান গীতিকার এবং বাংলাদেশ গীতিকবি সংসদের সাবেক সহসভাপতি।
জন্ম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামে।
একটি মনের আশীষ তুমি কাছেই যখন এলে, এই নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা, ও মাঝি নাও ছাড়িয়া দে, এই আঁকাবাঁকা নদীর ধারে, তোমাকে বিদায় দিয়ে আমি শ্রাবণের মতো কাঁদলাম- এমন অসংখ্য কালজয়ী গানের গীতিকার।
২০০৪ সালের ১৪ এপ্রিল তিনি প্রয়াত হন। শ্রদ্ধাঞ্জলি।