চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ৯৮ বোতল ফেনসিডিল,৩৮০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার সহ ৩ জন আটক হয়েছে। আটকরা হল- রাজশাহীর কাঁটাখালি থানার কাজলা চর তারানগর গ্রামের শুকুর আলীর ছেলে মানিক মিয়া(৩৯), কাজলা চর ক্ষিদিরপুর পশ্চিমপাড়া গ্রামের রজত আলীর ছেলে ইউসুফ আলী(৩৫) এবং রাজশাহীর শাহমখদুম থানার ছোপড়া বড়বনগ্রাম রায়পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে শফিকুল ইসলাম(৩৫)।
বিজিবি জানায়,গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে (শুক্রবার,১৪ ফেব্রæয়ারী) শাহাবাজপুর ইউনিয়নের শাহাবাজপুর ডিগ্রী কলেজের সামনে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের উপর অভিযানটি পরিচালনা করা হয়।
শুক্রবার সকাল সোয়া ১১টায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা সূত্রে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে শুক্রবার ভোর ৫টার মধ্যে সোনমসজিদ সীমান্ত দিয়ে মাদক পাচার হবার সম্ভাবনার খবর পায় বিজিবি। এরপর সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪ হতে আনমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে শাহাবাজপুর ডিগ্রী কলেজের পাশে আমবাগানে কৌশলগত অবস্থান নেয়। রাত ২টার দিকে এক চোরাকারবারী একটি টয়োটা ক্যারিনা প্রাইভেট কারযোগে সোনমসজিদ বন্দরের দিকে যাবার পথে কলেজের সামনে মাদক নেবার জন্য থামলে ওই তিন জন চোরকারবারিকে আটক করে বিজিবি।
৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটকদের জব্দ মালামালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে বিজিবি কঠোর নজরদারি চালাচ্ছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।