রবিবার, মার্চ ১৬, ২০২৫

পুলিশের অনুমতি না মেলায় শুক্রবার ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-২৬ ১৪:১৮:৪০

পুলিশের অনুমতি না মেলায় একদিন পিছিয়ে শুক্রবার (২৮শে জুলাই) ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। 
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুমার নামাজের পর সমাবেশ করার ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শান্তিপূর্ণ কর্মসূচিতে আর বাধা না দিতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। 
কোন উস্কানিতে পা না দিয়ে নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করার নির্দেশ দেন বিএনপি মহাসচিব। 
বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে ২৭শে জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। তবে, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পেয়ে বুধবার দফায় দফায় বৈঠক করে বিএনপি’র সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম-স্থায়ী কমিটি’র সদস্যরা। সবশেষ সমাবেশ একদিন পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়।
চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী বিএনপি নির্যাতন-জুলমের পরও ধৈর্যের পরীক্ষা দিয়ে আসছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার নয়াপল্টনে সমাবেশের জন্য পুলিশের অনুমতির অপেক্ষা করা হবে না বলেও সংবাদ সম্মেলনে জানান দলটির সিনিয়র নেতারা।


এ জাতীয় আরো খবর