চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা পাঁচকড়ি দাসের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান
- জাকির হোসেন পিংকু
-
২০২৫-১০-১২ ০০:২৫:৪৯
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লাহারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা পাঁচকড়ি দাস(৭১) পরোলকগমন করেছেন (ওঁ শান্তি,শান্তি,শান্তি)। গত শনিবার(১১ অক্টোবর) বিকাল ৫টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ বহু বহু গূণগ্রাহী রেখে গেছেন।
শনিবার রাত সাড়ে ৯টায় নিজ গ্রামে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জেলার শিবগঞ্জ উপজেলার তক্তিপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইকরামুল হক নাহিদ, সদর থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা জহুর ইসলাম, জেলা পুজা উদযাপন কমিটি যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র দাস সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।