সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

না ফেরার দেশে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম,দেশের সাহিত্য অঙ্গনে শোকের ছায়া

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১০-১০ ১৮:২১:৪০
ফাইল ছবি

বাংলা সাহিত্য ও শিক্ষা জগতের অন্যতম প্রখ্যাত ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে সৈয়দ মনজুরুল ইসলাম কয়েকদিন ধরে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
গত ৩ অক্টোবর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেদিন চিকিৎসকরা জানান, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে দুটি রিং পরানোর পরও তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে, শেষ পর্যন্ত মৃত্যুর কাছে পরাজিত হন এই প্রথিতযশা শিক্ষাবিদ ও সাহিত্যিক।
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম দীর্ঘ কর্মজীবনে সাহিত্যের নানা শাখায় অবদান রেখেছেন। গল্প, প্রবন্ধ, উপন্যাস ও অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তিনি।

কীওয়ার্ডস: সৈয়দ মনজুরুল ইসলাম, সাহিত্যিক মৃত্যু, ঢাকা বিশ্ববিদ্যালয়


এ জাতীয় আরো খবর