অদ্য ১২ অক্টোবর, শনিবার সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে বঙ্গদীপ মোসতাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান সম্প্রীতি পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সংহতি জাতিয়ে বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন কনজারভেটিব পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, মাওলানা তালেবুল ইসলাম, মোঃ মাহবুবুর রহমান, মাওলানা জালাল উদ্দিন ও মোঃ বাশার শরীফ প্রমুখ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে বঙ্গদীপ মোসতাক আহমেদ ভাসানী বলেন, সম্প্রীতি দসারদীয় দূর্গা পূজাকেকেন্দ্র করে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান সম্প্রীতি পরিষদের আহ্বায়ক ও ন্যাপ ভাসাসানীর চেয়ারম্যান বঙ্গদীপ মোসতাক আহমদ ভাসানী বলেন আমরা সর্বজনীন সম্প্রতি গড়ে তোলার লক্ষ্যেই এই সংগঠনের যাত্রা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমার মহান মুক্তিযুদ্ধ সকল ধর্ম বর্ণ গোত্র একত্রিত হয়ে দেশ মাতৃকাকে শত্রুমুক্ত করতে সক্ষম হয়েছি। কিছু ধর্মান্তর বন্ধত্ব লোক ইসলামের অপব্যাখ্যা দিয়ে হিন্দুদের উপর চড়াও হতে চায়, প্রতিমা ভাঙচুর করতে চায়, আমরা তা হতে দেব না, সবাইকে একত্রিত হয়ে সংগঠনের পতাকা চলে আসার আহ্বান জানাচ্ছি,,একটি গুষ্টি সরকারের সংস্কারমূলক কর্মকান্ড কে বাধাপ্রদানের জন্যই এই হীন ষড়যন্ত্র চক্রান্ত,, সরকারের অগ্রযাত্রা কে এগিয়ে নিয়ে যাব, আমি সরকারকে বলবো দ্রুত জরুরি অবস্থা ঘোষণা দিয়ে সকল মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ করে সর্বদলীয় যুক্তফ্রন্টিয় জাতির একতা সরকার গঠন করা হোক।