শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪

মা র জি য়া আ ক্তা র

  • বেশ আছি
  • ২০২৪-০৬-১১ ০০:০৬:৫৫

রোদ, বৃষ্টি, ঝড়- তুফানে
এই নগরে বেশ আছি। 
জীবন  হাতের শক্ত লাঠি
পায়ে হেঁটে জোর লাগে।
আসুক বাঁধা, চারিদিকেতে
চৌকস থাকি তীক্ষ্ণতায়।।
নিজের পায়ে দাঁড়াই আমি
 আপন সুরে মন নাচে ।
অপেক্ষা আর প্রতীক্ষা 
কাটাকাটি কোন্দলে.....।


এ জাতীয় আরো খবর