শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

ন ন্দি নী আ র জু

  • পতিত শব্দের খোঁজ
  • ২০২৪-০৫-৩১ ১৪:১১:৫৯

এখন আঁধার ঘিরে যবনিকার অন্তরাল , 
ক্রমশ গাঢ়তর ছায়ার ভিতর মিশে যাচ্ছে অস্তিত্ব... 

বহু যুগের আলো কুঁদে গড়া এই  ঝরা-জন্ম, 
পায়ের রেখায় ধুলোর নিবিড় আস্তরণ;
চেনা সহস্রপথ আর নিভৃত কাঁটাতার পেরিয়ে 
কৃষাণের মাটি-শ্বাসে এই তো নিবন্ধ পরমায়ু...

ক্লান্ত মনন আবিষ্ট, কোন এ সৃষ্টির সুর-ধ্বণি , 
ওঠানামা শাব্দিক সরগম! হয়তো
ভেঙে দেবে বলে জাগিয়ে যায়,
মোহাবিষ্ট বিচ্ছেদের বাতাবরণ! 

সময়ের কুঞ্চিত ভাঁজে লীন, সব অগণ্য সাক্ষর! 
মনে রাখো বা ভুলে যাও বাধ্যবাধকতাবিহীন --
যা খুশি, অবহেলা উপেক্ষা অথবা গভীর ভালোবাসা।

বন্ধু আইডি নং: ৪৯০


এ জাতীয় আরো খবর