শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

মো শা হে দ চৌ ধু রী

  • শান্তি পাইলাম না
  • ২০২৪-০৫-৩১ ১৪:০৮:৪৫

মানুষ হইয়া জন্ম নিয়া শান্তি পাইলাম না
মরিলে কী পাইমু শান্তি তা-ও জানিনা।।

শান্তি চাইলে ভুতে কিলায় পিছন থাকি ভাই
শান্তির মা তো মইরা গেছে তারে কেন চাই। 
কেনবা খুঁজি অযথাই তাহার ঠিকানা।। 

অভাগার চোখ দেখলে নদী যায় যে শুকাইয়া
হৃদয়টারে অঙার কইরা রাখছি লুকাইয়া।
জীবনের নাও বাইতে আছি ভাটি পাইলাম না।।

সুখে থাকতে না চাইলে সুখ কেমনে দিই তারে
তার লাগিয়া করি আফসোস তাই বারেবারে। 
জনমভরই বাইলাম রে নাও কূলে ভিড়লো না।।

তবে পাখি দাও রে উড়াল শূন্যে চইলা যাও
নীলাকাশের ওপারেতে হইয়া যাও উধাও। 
পৃথিবীতে শান্তি আছে আমি মানি না।। 


এ জাতীয় আরো খবর