শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

বাংলাদেশকে একটি উন্নত ও স্মার্ট দেশে পরিণত করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-২৭ ১৮:১৮:৫০

বাংলাদেশকে একটি উন্নত ও স্মার্ট দেশে পরিণত করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ এই অঞ্চলের সবচেয়ে উদার বিনিয়োগ নীতির দেশ। ধারাবাহিকভাবে বিনিয়োগ পরিবেশের উন্নতিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। 
সকালে গণভবনে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সাথে সাক্ষাতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে আমাদের রপ্তানির বৃহত্তম একক-দেশীয় গন্তব্য উল্লেখ করে শেখ হাসিনা আশাবাদ জানান, আগামী দিনে এই অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বাড়বে।
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন,কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী। বাণিজ্য ও বিনিয়োগে দুদেশের রয়েছে নিবিড় সম্পৃক্ততা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদার হবার আহবান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন বিশ্বব্যাপী আর্থ-সামাজিক উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত। তিনি বলেন, বাংলাদেশে এই অঞ্চলের সবচেয়ে উদার বিনিয়োগ নীতি আছে। এই সুযোগ নিয়ে নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইলস, ফার্মাসিউটিক্যালসসহ বেশ কিছু খাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান প্রধানমন্ত্রী।
এসময় সরকার প্রধান দেশের উন্নয়নে বর্তমান সরকারের গত ১৫ বছরের প্রচেষ্টা তুলে ধরেন।


এ জাতীয় আরো খবর