সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

ফে র দৌ স খা ন ম

  • পরাজিত মন
  • ২০২৪-০৪-০৬ ১০:৪৩:১৯

ফেলে আসা অতীত……
আমায় ভেঁঙ্গে পরতে দেয়নি ,
ভেতর থেকে কেউ জানান দিত,
মেয়ে তুমি উঠে দাঁড়াও…..!!
কতো না দুঃসাহসী হয়ে,
কতোটা পথ করেছি অতিক্রম,
কাঁধে ছিল বেশ কিছু দায়িত্ব !!
আমি ছুটছি তো ছুটছি…..
হঠাৎ ! এ কেমন বজ্রপাত !!?
মাঝ পথে বাধা পরি…..!
কারো ইচ্ছে বা সখ পূর্ন করতে গিয়ে,
অজান্তেই কষ্ট কিনে নিলাম !!
সেটা কারো ভুল নয়…….
মন এবং মস্তিষ্ক,
দুটো মিলে যুদ্ধ করে,
নানান বাহানায় !!
কখনো আমরা পেরে উঠি,
আবার হয়তো বা না !
সময় যে রং বদলায়….
পরিস্হিতিতি ও অনুকুলে থাকে না,
নিজেকে পরাজিত করে,
অন্যকে জিতিয়ে দেয়া !!

বন্ধু আইডি-৪৭৫


এ জাতীয় আরো খবর