শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

মোঃ ই ম রা ন হো সে ন

  • পদ্মা সেতু
  • ২০২৪-০৩-১৭ ২২:৫০:৩৬

পদ্মা সেতু পাল্টে দিলো দেশ,
আহা! বেশ বেশ।
বঙ্গবন্ধু দেখেছিলেন যে স্বপ্ন
পূরণ হলো কন্যা দ্বারা যিনি দেশরত্ন।
.
চরম ভোগান্তির গেঁড়াকল থেকে-
মুক্তি পেয়েছে দেশবাসী;
সময় বেঁচেছে, পথ কমেছে
আমরা নই আর দূর নিবাসী।
.
দেশের প্রান্ত থেকে সকালে যাই ঢাকা
কাজ সেরে বাড়ি ফিরি সন্ধ্যা,
আগে জ্যামে ফেরি গেমে
জীবন-জগৎ ছিলো বান্ধা।
.
কৃতজ্ঞতা স্বীকার করি
হে পিতা! হে সুযোগ্য কন্যা,
সকলে মিলে হাতে হাত মিলিয়ে
বিলাই আনন্দের বন্যা।

 


এ জাতীয় আরো খবর