সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

কৃ ষা নী ক ন ক

  • আজকে
  • ২০২৪-০৩-১৫ ২২:১৫:৪৫

কোন্ আভরণে গড়েছিলা বিধাতা আমারে তব কেনো?
এ জীবন তোমারি ইচ্ছের কাছে সপিছি নির্দিধায় জেনো।
পলকে পুলকে বুঝিয়াছি আমি কিন্চিৎ অভাগী
তোমারে তাই প্রশ্ন করিলাম,আমি পাবো কি শান্তি?
নাকি তোমার ধরায় রহিবো হয়ে বিবাগি।

কত ব্যর্থতা কত দুঃখ কত  প্রতারকের সাখে সখ্যতা হইলেও 
ফিরিয়াছি পুনরায়  সসম্মানের সাথে।
জন্ম আমার পৃথিবীতে হইলেও জানি তুমি দেবে স্থান
তোমার মহান হৃদয়ে,
আমি তো কখনো কার্পণ্য করি নাই হইতে তোমার বান্দার প্রতি সদয়।
কাঁদিয়াছি কত ভাঙ্গিয়াছে অকারণে হৃদয়।

হে রহিম করিম মহান বিশ্ব লোকের শ্রষ্ঠা,
রক্ষা করিও আমারে, না যেনো হই পথভ্রষ্ঠা।
যতদিন বাঁচিবো আর যেনো কোনো ভুল না হয় জীবনের পথে,
তুমি মহান থাকিও সর্বদা আমার সাথে।
                                  
 


এ জাতীয় আরো খবর