সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

মোঃ ম নি র হো সে ন

  • ভালোবাসি অবিরত
  • ২০২৩-১১-২৫ ২২:২৬:১১

দূরে আছি তাই বলে ভুলে গেছি 
এমনটা ভেবো না--
আমার সকল প্রিয় আর ভালোবাসার আপনজন।

হৃদয়ে আছে যা, তা কি ভুলে থাকা যায়?
কথা হয় না হয়তো--
কিন্তু ভালোবাসা আছে আগের মতো। 
 
অনুভবে অবিরত ভালোবাসি আগের মতো, 
বিশ্বাস করো এই আমি আছি তোমাদেরই মতো।


এ জাতীয় আরো খবর