বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০১-০১ ১১:১০:১৭

বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথমদিন পর্দা উঠেছে আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের। সকাল ১১টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।  
এ নিয়ে চতুর্থবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হতে যাচ্ছে এই মেলা। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ মেলার যৌথ আয়োজক।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন দেশ এগিয়ে নিতে তরুণদের উদ্যোক্তা হতে হবে। আগামীতে এই মেলা দেশজুড়ে হবে জানান তিনি। 

এবারের মেলায় বিশ্বের সাতটি দেশের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। থাকছে বিভিন্ন ক্যাটাগরিতে দেশি বিদেশি ৩৬১টি স্টল। এছাড়াও জুলাই-আগস্টের স্মৃতির আদলে থাকছে জুলাই ও ছত্রিশ চত্ত্বর এবং ইয়ুথ প্যাভিলিয়ন। পণ্য প্রদশর্ণীতেও থাকছে নতুনত্ব।  
মেলায় প্রবেশের টিকিটের মূল্য বড়দের ৫০ ও ছোটদের ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও মেলার বাইরে হকারদের দৌরাত্ম বন্ধ করতে রয়েছে বিশেষ পদক্ষেপ। আজ ১ লা জানুয়ারি থেকে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।


এ জাতীয় আরো খবর