সোমবার রাতে স্প্যানিশ লা লিগায় রিয়াল ভালাদোলিদকে আতিথ্য দিয়েছিল বার্সেলোনা। পয়েন্ট টেবিলের তলানিদের দিকের দলটি দারুণ পরীক্ষা নিয়েছে মেসি-গ্রিজমানদের। দশজনের দলটির বিপক্ষে অন্তিম মুহূর্তে ১-০ ব্যবধানে জয় পেয়েছে কাতালানরা।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে হয়েছে ১। অ্যাটলেটিকো ২৯ ম্যাচ থেকে ৬৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে। সমান ম্যাচ থেকে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। আর ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে সোমবার রাতে গোল মিসের মহড়া দিয়েছে মেসি-দেম্বেলে-গ্রিজমানরা। প্রথমার্ধে বার্সেলোনার পেদ্রির নেওয়া শট রুখতে পারেননি ভালাদোলিদের গোলরক্ষক জর্দি মাসিপ। তাকে ফাঁকি দিয়ে বল চলে যায়। কিন্তু সেটি জালে না গিয়ে পোস্টে লেগে ফিরে আসে।
বিরতির পর ৭০ মিনিটে লিওনেল মেসিও গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ভালাদোলিদ। এ সময় দেম্বেলেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভালাদোলিদের অস্কার প্লানো।
দশজন নিয়েও বার্সার সঙ্গে দারুণ লড়াই করে তারা। সবাই যখন ধরেই নিয়েছিল ম্যাচটি গোলশূন্য ড্র হতে যাচ্ছে, তখন দেম্বেলে গোল করে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত ৮৯ মিনিটে তার করা গোলটিই পূর্ণ ৩ পয়েন্ট পাইয়ে দেয় বার্সেলোনাকে।
এই সংবাদটি 23 বার পঠিত হয়েছে
ইউনিক ভিজিটর : 1
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ৬২/১
১৩৭ বছরের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান মিসবাহ জিম্বাবুয়ে ২২১/৫,সাকিবের ৩ উইকেট ২য় ইনিংসে হোঁচট খেল বাংলাদেশ টংগিবাড়ী এসপি কাপ ৫-০ গোলে আব্দুল্লাপুর ফাইনালে
দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের পাঁচ সদস্যের করোনা নেগেটিভ
৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলার মূল্য নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবের শীর্ষে জায়গা করে নিয়েছে বার্সেলোনা
চলতি আসরের প্রথম ম্যাচেই টসে হেরে ব্যাটিংয়ে কলকাতা, একাদশে সাকিব
মোহাম্মদ সালাহ ও ট্রেন্ট আলেক্সজান্ডার আর্নল্ডের গোলে নাটকীয় জয় পেয়েছে লিভারপুল
কাজী সালাউদ্দিন বিসিবি প্রেসিডেন্ট হলে বাংলাদেশকে বিশ্বের সেরা দুই দলের একটিতে পরিণত করতেন
পাকিস্তান যুব দলের বাংলাদেশ সফর স্থগিত হলো
মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।
সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন
নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা
সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক
৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত
মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত
Developed by IT-SokalerAlo