মা সু দ খা ন

  • মানুষ
  • ২০২৪-০৫-২৯ ২২:৪৫:৪৬
image

এই দৃশ্য আমি কোথায় ধরে রাখি— 
সেই যে প্রথম প্রখর দুপুরে
অশ্বত্থবৃক্ষের নিচে
এক ক্লান্ত তস্কর বসেছিল
প্রায়-নষ্ট আপেল হাতে;
পেছনে সাপের ফণায়ন।