চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় র্যাবের অভিযানে ৬ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাররা হল- চাঁপাইনবাবগঞ্জ শহরের লাখেরাজপাড়া মহল্লার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রাহাদ(২৭),আলীনগর মুন্সিপাড়া মহল্লার রায়হান উদ্দিনের ছেলে জুবায়ের হোসেন(২৫) ও সদর উপজেলার রামচন্দ্রপুরহাট গ্রামের আইজুল হকের ছেলে নসিব আলী(২৪)। র্যাব জানায়,গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে (১২মে) রানীহাটী ইউনিয়নের ধুমি হায়াতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ওই ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
রবিবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহে লিপ্ত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পূর্ব পরিকল্পনা মোতাবেক তাদের গোপন আস্তানা ঘোরও করে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।