শব্দেরা সেজেছিল সেদিন বৃষ্টির মায়ায়
কেড়েছিল আমার এই মন
উদাসী মনে এঁকেছি কত বিষণ্ণ ছবি
কালো মেঘে তাই ঝরেছিল শ্রাবণ ।
অঝোর ধারায় ঝরছে সেই রিমঝিম বৃষ্টি
ইচ্ছে করেই তার নাম রেখেছি কলাবতী
খেয়ালি মেয়ে তুমি আমাকে ঝরাও যখন
আমি হয়ে উঠি তোমার মনের মতন।
এ বৃষ্টিধারায় লুকিয়ে থাকে নীরব কষ্ট শত --
ফেলেছি ধুয়ে আঘাত ছিল যত
সে জলের তোড়ে ভেসে যাই জলকুমারী হয়ে
ফিরলে আবার তুমি অসময়ে।
ক'দিন আগেই পদ্মগুলো শুকিয়ে
মুখ লুকালো জলের নিচে গিয়ে,
হাজার জলের ফোটা হয়ে
হাজার স্বপ্নের খেলা হয়ে।
ফিরলে তুমি নতুন করে
বাঁচার স্বপ্ন পেলাম যেন ফিরে।
বসেছিলাম একলা বাবলা গাছের তলে
বৃষ্টিভেজা শালিকটি তখন কান্নার সুর তোলে
ফিরলে বুঝি খোঁপায় জবা গুঁজে
পরলাম আকাশি আবির আমার কপোলে।
বন্দি করে রাখলাম সে ছবি
একটুখানি ছুঁয়েও দিলাম তোমার সবুজ গ্রামে
মনের ভেতর থেকো তুমি কলাবতী নামে।