জাতীয় নির্বাচনের আগে সংশোধিত আরপিও জারি, যুক্ত হলো ‘না ভোট’ ও এআই অপরাধ ধারা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-০৪ ২১:০০:০৬
image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার নতুন করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করেছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর মঙ্গলবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। নতুন অধ্যাদেশে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী বিধান।
সংশোধিত আরপিও অনুযায়ী, ফেরারি আসামিরা আর প্রার্থী হতে পারবেন না। ‘না ভোট’ ফিরছে একক প্রার্থীর আসনে, আর সমান ভোট হলে লটারির পরিবর্তে হবে পুনঃভোট। জোটগত নির্বাচনে দলীয় প্রতীকে ভোট বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শাস্তি বাড়িয়ে সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে।
প্রযুক্তি ব্যবহারে নতুন বিধান হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারকে নির্বাচনী অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। পোস্টাল ভোটিং ব্যবস্থায় এবার প্রবাসী, সরকারি কর্মকর্তা ও আটক ভোটাররাও ভোট দিতে পারবেন। ইভিএমে ভোটগ্রহণের বিধান বাতিল করা হয়েছে।
নতুন বিধানে হলফনামায় অসত্য তথ্য প্রদান করলে নির্বাচিত হওয়ার পরও নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা নিতে পারবে। এছাড়া অনিয়ম প্রমাণিত হলে ইসি শুধু কেন্দ্র নয়, পুরো আসনের ফলও বাতিল করতে পারবে।
এ সংশোধনের ফলে নির্বাচনী স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং প্রযুক্তিগত অপব্যবহার রোধে আরও শক্তিশালী কাঠামো তৈরি হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

কীওয়ার্ডস:আরপিও সংশোধন, না ভোট, এআই অপরাধ