নেপালে ইয়ালুং রি পর্বতে তুষারধস: নিহত ৭,নিখোঁজ ৪ পর্বতারোহী

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-০৪ ০৯:৩৬:০৪
image

নেপালের পূর্বাঞ্চলের ইয়ালুং রি পর্বতে ভয়াবহ তুষারধসে সাতজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি ও দুইজন নেপালি নাগরিক রয়েছেন। এছাড়া আরও চারজন এখনো নিখোঁজ রয়েছেন বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দ্য কাঠমান্ডু পোস্ট জানায়, ১৫ সদস্যের একটি অভিযান দল ৫ হাজার ৬৩০ মিটার উচ্চতার ইয়ালুং রি পর্বতে উঠছিল, এমন সময় হঠাৎ প্রবল তুষারধস তাদের ওপর নেমে আসে। মুহূর্তেই দলের সদস্যরা বরফের নিচে চাপা পড়ে যান।
নেপাল পুলিশের কর্মকর্তা গ্যান কুমার মাহাতো বলেন, 'তুষারধসের খবর আমরা দেরিতে পেয়েছি, আর প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান দ্রুত শুরু করা সম্ভব হয়নি।'
নিহতদের মধ্যে তিনজন ফরাসি, একজন কানাডীয়, একজন ইতালীয় এবং দুইজন নেপালি রয়েছেন। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এখনও চারজন নেপালি পর্বতারোহীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
অবিরাম তুষারপাতের কারণে হেলিকপ্টার উড্ডয়ন সম্ভব হয়নি, ফলে উদ্ধারকাজে দেরি হয়। সোমবার সন্ধ্যায় আবহাওয়া কিছুটা উন্নত হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।
নেপালে বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি অবস্থিত। প্রতি বছর শত শত অভিযাত্রী দেশটিতে অভিযানে যান। তবে অক্টোবর-নভেম্বর মাসে তীব্র ঠান্ডা ও অনিশ্চিত আবহাওয়ার কারণে এ সময় পর্বতারোহণ সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে বিশেষজ্ঞরা সতর্ক করে থাকেন।

কীওয়ার্ডস:নেপাল তুষারধস, ইয়ালুং রি, পর্বতারোহী নিহত