অবশেষে বহু প্রতীক্ষার অবসান। দুই দশকের অপেক্ষা পেরিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। রবিবার রাতে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়েছে হারমানপ্রিত কৌরের দল।
বৃষ্টির কারণে দুই ঘণ্টা বিলম্বে শুরু হওয়া ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন, উদ্বোধনী জুটিতে ১০৬ বলে ১০৪ রান যোগ করেন তারা। মান্ধানা ৪৫ রানে আউট হলেও শেফালি ৮৭ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে শক্ত ভিত দেন। মধ্য ওভারে হারমানপ্রিত কৌর (২০) ও জেমিমা রদ্রিগেজ (২৪) ছোট ইনিংস খেললেও শেষদিকে দীপ্তি শর্মা (৫৮*) ও রিচা ঘোষের (৩৪) ব্যাটে ৫০ ওভারে ভারত দাঁড়ায় ৭ উইকেটে ২৯৮ রানে।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই চাপের মুখে পড়ে। অধিনায়ক লরা উলভার্ট একাই লড়াই চালিয়ে যান এবং ৯৮ বলে ১০১ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন। তবে তার বিদায়ের পর প্রোটিয়ারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৪৫.৩ ওভারে দলটি অলআউট হয় ২৪৬ রানে।
ভারতের অফ-স্পিনার দীপ্তি শর্মা ৩৯ রানে ৫ উইকেট নিয়ে ফাইনালের নায়িকা হয়ে ওঠেন এবং টুর্নামেন্ট জুড়ে ব্যাট-বলে অসাধারণ পারফরম্যান্সে নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে। আর ম্যাচসেরা হন শেফালি ভার্মা, যিনি শুরুতে মূল দলে ছিলেন না।
এটি ভারতের নারীদের প্রথম বিশ্বকাপ জয়, যেখানে ২০০৫ ও ২০১৭ সালে ফাইনালে হারের কষ্ট পোহাতে হয়েছিল। অন্যদিকে প্রথমবার ফাইনালে উঠে শিরোপার স্বপ্নভঙ্গ হলো দক্ষিণ আফ্রিকার।
কীওয়ার্ডস: ভারত নারী দল, বিশ্বকাপ জয়, দীপ্তি শর্মা