মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা রাজ্যে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন। শনিবার রাজধানী হারমোসিলোর কেন্দ্রস্থলে অবস্থিত জনপ্রিয় সুপারমার্কেট ওয়ালডো’স-এ এ ঘটনা ঘটে।
রাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। তিনি বলেন, 'এই দুঃখজনক ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। আমরা বিস্ফোরণের কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছি।'
স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, প্রাথমিকভাবে এটি কোনো হামলা বা সন্ত্রাসী কার্যক্রম নয় বলে ধারণা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, 'হারমোসিলোর এই মর্মান্তিক ঘটনায় আমরা সবাই শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।'
কীওয়ার্ড:
মেক্সিকো বিস্ফোরণ, হারমোসিলো দুর্ঘটনা, ওয়ালডো’স সুপারমার্কেট