৩০ অক্টোবর বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার পীরগন্জ উপজেলার নাকাটি হাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের প্রতিথ যশা শিক্ষক মুকুল চন্দ্র রায় ৩৫ বছরের গৌরব ময় শিক্ষকতা পেশা শেষ করে অবসর গ্রহন করলেন।
তার অবসরে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অশ্রু ভেজা করুণ সুরে অনুষ্ঠিত হয় বিদায় অনুষ্ঠান।
অনুষ্ঠান শেষে এই মহান শিক্ষককে কারে করে রাজকীয়ভাবে শিক্ষক,শিক্ষার্থীরা অশ্রু ভেজা চোখে বাড়িতে পৌঁছে দেন।