ঠাকুুরগাঁও উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • ননীগোপাল বর্মন
  • ২০২৫-১০-৩০ ১৯:৫৭:৪৬
image

আজ ২৯ অক্টোবর, লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন, এদেশের সকল প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী সংগঠন, মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, সাম্যবাদী সমাজ নির্মাণের লক্ষ্যে সংগ্রাম অব্যাহত রাখা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী অতিক্রম করতে যাচ্ছে সংগ্রাম, সৃজন ও মানবমুক্তির ৫৭ বছর। 
এ ক্ষণটিকে উদযাপনের লক্ষ্যে উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদ " প্রগতীর পথে জীবনের গান" এই শ্লোগানে মুখরিত হয়ে  আজ ২৯ অক্টোবর বিকাল ৪টায় 'অপরাজেয় একাত্তরে' উদযাপন করল আলোচনা ও উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। 
অনুষ্ঠানটি উদ্বোধন করেন ধামের গানের অন্যতম সংগঠক ও বিশিষ্ট পালাকার সচিন্দ্রনাথ রায়।
কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও জেলা সংসদের সভাপতি  সেতারা বেগমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাধানর সম্পাদক রেজয়ানুল হক রিজু, তেল গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা কমিটির সংগঠক মাহবুব রুবেল, জেলা সিপিবির সংগ্রামী সহসভাপতি জনাব আনোয়ার হোসেন ও উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য জনাব অমল টিক্কু। 
জাতীয় সঙ্গীত ও সংগঠন সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ফোক শিল্পী তুলশী দাস, বাউল শিল্পী মীর ছানোয়ার হোসেন ছানু, জ্যোতিশ চন্দ্র বর্মন এছাড়া আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর নৃত্য এবং ননীগোপাল বর্মন এর আবৃত্তি পরিবেশনা।
বক্তারা বলেন, অধিকার আদায়ের আন্দোলনে নিপীড়িত মানুষকে উজ্জীবিত ও সংঘবদ্ধ করেছে উদীচী তার গণসংগীত পরিবেশনের মাধ্যমে। গণ-মানুষের অধিকার আদায়ের গান তাঁদের প্রাণ স্পর্শ করতে পারলেই তা সার্থক হবে। বাংলার চিরায়ত সুর আজ রুদ্ধ। ধর্মান্ধতার কাছে গুমরে কাঁদছে সম্প্রীতির বাংলাদেশ। সাংস্কৃতিক শক্তি দিয়েই পরাভূত করতে হবে এই অপশক্তিকে। রুখে দিতে হবে অপশক্তির অপতৎপরতা। বিনির্মাণ করতে হবে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সম্প্রীতির বাংলাদেশ।